আল-আফাসি

এককালে আল-আফাসির তিলাওয়াতের অনেক বড় ভক্ত ছিলাম। সারা দুনিয়াতে তার স্টাইলে তিলাওয়াত করা হয়। নতুন নতুন যারা কুরআন সুন্দর করে পড়া শুরু করেন, আল-আফাসি শোনা দিয়ে শুরু করেন। সৌদি রাজ দরবারের দালালি, ইয়েমেনে সৌদি হামলাকে জায়েজ করা, ইখওয়ানের বিরুদ্ধে লেখা টুইটগুলো আস্তে আস্তে মন থেকে ওনার প্রতি থাকা সম্মান, ওনার তিলাওয়াতের প্রতি শ্রদ্ধা উঠায়া নিসে পুরোপুরি। ডর্মের মসজিদে এক আফ্রিকান ভাই জামায়াতে ইমামতি করান প্রায় প্রতি ওয়াক্তে। ভাই আমার আল-আফাসির তিলাওয়াতের প্রচন্ড ভক্ত, সেই স্টাইল ফলো করেই নামাজ পড়ান। মনে মনে প্রচন্ড রাগ লাগলেও দুআ করি উনি যাতে আল-আফাসিরে ছাইড়া Nourin Muhammad উস্তাযরে ফলো করা শুরু করেন।

আল-আফাসি - Zahidul Hossain